
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বয়সের সঙ্গে সঙ্গে দেহে বাহ্যিক পরিবর্তন আসা স্বাভাবিক। প্রকৃতির নিয়মেই ত্বকের আঁটসাঁট ভাব ক্রমশ আলগা হয়, ঔজ্জ্বল্য কমে যায়। কিন্তু বলিপাড়ার অভিনেত্রীরা যেন ব্যতিক্রম। করিনা থেকে মালাইকা প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়েও ত্বকের জেল্লা ধরে রেখেছেন বহু নায়িকাই। বিশেষজ্ঞরা বলছেন কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। বিশেষত নিয়ম মেনে খাওয়াদাওয়া করতে পারলে অনেকটাই কমানো যায় ত্বকের বয়স।
পুষ্টিবিদদের কথায়, ত্বকের অন্যতম পুষ্টি হল কোলাজেন। এই পুষ্টির গুণেই সতেজ থাকে ত্বক। বয়স বাড়লে এই উপাদানটির মাত্রা ক্রমশ কমতে থাকে। তাই বয়স ধরে রাখতে গেলে খেতে হবে এমন কয়েকটি খাবার যা শরীরে কোলাজেনের ভারসাম্য বজায় রাখে।
সাইট্রাস গোত্রের অর্থাৎ লেবু জাতীয় কিছু ফল ত্বকের খেয়াল রাখতে খুবই উপযোগী। বিশেষ করে যে সব ফলে ভিটামিন সি আছে, তা বেশি করে খাওয়া জরুরি। কমলালেবু, আঙুরে ভিটামিন সি-র পরিমাণ বেশি। এই ভিটামিন কোলাজেন উৎপাদন করে। ফলে ত্বকের জেল্লা ধরে রাখতে এই ফলগুলি বেশি করে খেতে হবে।
শরীরে কোলাজেন উৎপাদন করতে জিঙ্কেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্ক কোলাজেন প্রোটিন ধ্বংস হতে দেয় না। শরীরে জিঙ্কের পর্যাপ্ত জোগান দিতে খাদ্যতালিকায় কুমড়োর বীজ, কাজুবাদাম, দুগ্ধজাত খাবার বেশি করে রাখতে পারেন। পাতে রাখতে পারেন বেলপেপারও। লাল, হলুদ বেলপেপারে ভিটামিন সি আছে ভরপুর পরিমাণে। এ ছাড়াও রয়েছে ক্যারোটিনয়েড, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে।
এ বার আসা যাক আমিষে। কোলাজেন উৎপাদনে সাহায্য করে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এই ধরনের ফ্যাটি অ্যাসিড সাধারণত সামুদ্রিক মাছে থাকে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বক ভিতর থেকে টানটান রাখে। রোজ না হলেও সামুদ্রিক মাছ মাঝেমাঝে খাওয়া গেলে ত্বক জেল্লাদার হবে। সামুদ্রিক মাছ সর্বত্র না পাওয়া গেলে তার বদলে ডিম খাওয়া যেতে পারে। ডিম যেমন একদিকে কোলাজেন উৎপাদন করে। তেমনই অন্য দিকে ডিমে থাকে বায়োটিন, যা ত্বক টানটান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অকালে ত্বকে বার্ধক্যের ছাপ? নামীদামি প্রসাধনী বাদ দিন, এই ঘরোয়া ক্রিমের জাদুতেই ফিরবে জেল্লা
ফ্যাটি লিভারের মোক্ষম দাওয়াই! লিভার থেকে ছেঁকে বার করবে টক্সিন, পাতে শুধু রাখুন এই কটি খাবার
আড়ালে পরনিন্দা-পরচর্চাই ভাল রাখবে শরীর-স্বাস্থ্য! গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য
শনি মন্দিরে কেন কালীর মূর্তি রাখা হয়? শনিদেবের সঙ্গে কালীপুজোর নিয়ম কেন? শনি জয়ন্তীতে জানুন আসল কারণ
এত বড় বিশ্বাসঘাতকতা! স্বামীর মৃত্যুশোক ভুললেন দুই মিনিটে, ল্যাপটপে কী খুঁজে পেলেন মহিলা
তরতরিয়ে কমবে ওজন, উধাও হবে সব জটিল রোগ! শুধু ৬-৬-৬ নিয়মে হাঁটলেই ম্যাজিকের মতো মিলবে ফল
বাড়ছে ইউরিক অ্যাসিড? নিয়মিত এই সব খাবার খেলেই ঝাঁঝরা হয়ে যাবে শরীর! বদলে কী খাবেন জানুন
যৌন মিলনে অনীহা? শরীরে এই ভিটামিনের অভাবেই সঙ্গমের ইচ্ছা তলানিতে নয় তো! সম্পর্কে দূরত্ব বাড়ার আগে জানুন
শনি জয়ন্তীতে বড় মঙ্গলের বিরল সংযোগ! শনিদেবকে প্রসন্ন রাখতে করুন এই সব কাজ, কখনও পিছু নেবে না অভাব-অনটন
বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে বানিয়ে ফেলুন ভুট্টার কাটলেট, শিখে নিন রেসিপি
দেখতে বাসমতী, খেতেও সুস্বাদু! ১৮ বছরের গবেষণায় তৈরি নতুন এই চালের গুণ জানলে আর অন্য চাল কিনবেন না
মানসিক চাপে বিধ্বস্ত লাগছে? আর কষ্ট নয়, চাপমুক্ত ও আনন্দময় জীবন পেতে নিয়মিত করুন একটি বিশেষ কাজ
অনলাইনে টাকা লেনদেন করার আগে সব সময় যাচাই করুন তিনটি জিনিস, নইলে নিমেষে ফাঁকা হবে অ্যাকাউন্ট
বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! 'কিচেন গার্ডেনিং' করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়?
ঘরেই রয়েছে অমূল্য ধন, মা-ঠাকুমার আমলের এই বিশেষ পদ্ধতিতে তৈরি খাবার খেলে আর ভুগতে হবে না পেটের সমস্যায়